শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোট/যুক্তরাষ্ট্রকে খুশি করতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে কাটছাঁট!

বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩

প্রিন্ট করুন
Untitled design (7)

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল সোমবার (১৮ ডিসেম্বর)। কিন্তু, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র যেন ভেটো না দেয়, সেই জন্য দেশটির কূটনীতিকদের সাথে আলোচনা করতে ভোট পিছিয়ে দেয়া হয়, যা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। তবে এবার জানা গেল, যুক্তরাষ্ট্রকে খুশি করতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব তোলার কথা ছিল, সেখানে ‘গাজায় কোন বাধা ছাড়াই মানবিক সহায়তা ঢুকার সুযোগ করে দিতে জরুরিভিত্তিতে স্থায়ীভাবে সংঘাত বন্ধের’ আহ্বান জানানো হয়।

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ‘ওই প্রস্তাবের ভাষায় কাটছাঁট করে এখন শুধুমাত্র ‘জরুরিভিত্তিতে সংঘাত বন্ধের’ আহ্বান জানানো হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ও প্রস্তাবের অনুমোদনের ব্যাপারে সমঝোতায় আসতে ভাষায় আরো পরিবর্তন আনা হতে পারে।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মধ্যস্থতায় আনা নতুন প্রস্তাবটিতে দ্রুত হামাস-ইসরাইলের মধ্যে চিরতরে শত্রুতা বন্ধ করে গাজা উপত্যকায় নিরাপদ ও শর্তহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। এছাড়া, দ্বি-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে গাজা ও পশ্চিম তীরের ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।  

এর পূর্বে, গেল ৮ ডিসেম্বর গাজায় দ্রুত যুদ্ধবিরতি নিয়ে তোলা অন্য প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে আটকে যায়।  

এছাড়া, নয়া খসড়া প্রস্তাব নিয়ে সব ধরনের অচলাবস্থা কাটাতে রোববার (১৭ ডিসেম্বর) দীর্ঘ সময় ধরে আলোচনাও করেন নেতারা।

এ দিকে, গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৯ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ১৩ হাজারই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ৭ অক্টোবরের পর থেকে সোমবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত ইসরাইলের বাহিনীর হামলায় গাজায় মোট নিহত হয়েছেন ১৯ হাজার ৪৫৩ জন। এর মধ্যে সাত হাজার ৭২৯টি শিশু ও পাঁচ হাজার ১৫৩ জন নারী।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন