শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

গাজার বেসামরিক লোকের হতাহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্যভাবে বেশি’

মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সোমবার (১৫ জুলাই) দুই শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাকে বলেছেন, ‘অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণে হতাহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্যভাবে উচ্চ’।’ ব্লিঙ্কেনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে একটি শরণার্থী শিবির ও বেসামরিকদের আশ্রয় দেয়া জাতিসংঘ পরিচালিত একাধিক স্কুলসহ বেশ কয়েকটি স্থানে মারাত্মক হামলা চালিয়েছে।

উত্তরে হামাস বলেছে, ‘তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে আসছে, যার ফলে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সম্ভাবনা আরো কমছে।’

ব্লিঙ্কেন দুই প্রভাবশালী ইসরায়েলি কর্মকর্তা স্ট্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবিকে বলেছেন, ‘গাজায় সাম্প্রতিক বেসামরিক হতাহতের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘হতাহতের সংখ্যা এখনো অগ্রহণযোগ্যভাবে বেশি। আমরা এ সংঘাতে বহু বেশি বেসামরিক লোক নিহত হতে দেখছি।’

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) ইসরায়েলের হামলায় খান ইউনিসের কাছে আল-মাওয়াসি ক্যাম্পে ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এএফপি জানিয়েছে, সাইরেন বাজছে ও আল-মাওয়াসিতে ধ্বংসস্তুপ থেকে শিশুদের রক্তাক্ত ও নিথর দেহ টেনে বের করে নিয়ে আসার সময় মহিলারা চিৎকার করছে। আল-মাওয়াসি ক্যাম্পেটি ইসরায়েল একটি ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘বোমা হামলায় দুই ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ও তার ঘনিষ্ঠ সহযোগী রাফা সালামা নিহত হয়েছেন।’

হামাসের একজন কর্মকর্তা রোববার (১৪ জুলাই) বলেছেন, ‘দেইফ ‘ভালভাবে ও সরাসরি তত্ত্বাবধানে’ অভিযান পরিচালনা করছেন।’ যদিও এ দাবির বিষয়ে সন্দেহ রয়ে গেছে।

মিলারের মতে, দুই ইসরায়েলি কর্মকর্তা ব্লিঙ্কেনকে বলেছেন, ‘দেইফের ভাগ্য সম্পর্কে ‘তারা এখনো নিশ্চিত নয়।’

তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক আলোচনায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি, গাজার জন্য মানবিক সহায়তা ও যুদ্ধ-পরবর্তী পরিকল্পনার ওপরও আলোকপাত করা হয়েছে।’

আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেয়ার কথা রয়েছে, এর কয়েক দিন পূর্বে ইসরায়েলের এ দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফর করছেন।

মিলার বলেন, ‘আমরা ইসরায়েলের কাছ থেকে সরাসরি শুনতে পাচ্ছি যে, তারা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে চায় এবং তারা যে প্রস্তাবটি পেশ করেছে, তার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ৩৮ হাজার ৫৮৪ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন।

মিলার বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান মৃত্যুতে আমরা অবিশ্বাস্যভাবে উদ্বিগ্ন।’

সিএন/আলী

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন