বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

গাজায় ‘খাদ্য কেন্দ্র’ চালু করবে যুক্তরাষ্ট্র, থাকবে না বেড়া

সোমবার, জুলাই ২৮, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ‘খাদ্য কেন্দ্র’ স্থাপন করবে যুক্তরাষ্ট্র, যাতে ক্ষুধার্ত মানুষেরা সহজে খাদ্য সহায়তা পেতে পারে।

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা খাদ্য কেন্দ্র স্থাপন করবো, যেখানে মানুষ হেঁটে এসে খাবার নিতে পারবে—কোনো সীমানা বা বেড়া থাকবে না।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ছয় কোটি ডলারের মানবিক সহায়তা দিয়েছে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে আলোচনার পর তিনি আশ্বস্ত হয়েছেন, ইউরোপীয় দেশগুলোও তাদের সহায়তা ‘বহুলাংশে বাড়াবে’।

স্টারমারও বলেন, এই মুহূর্তে গাজায় যে অবস্থা চলছে তা এক মানবিক বিপর্যয়। ব্রিটিশ জনগণ যা দেখছে, তাতে তারা স্তম্ভিত। তিনি বলেন, গাজায় দ্রুত খাদ্য সহায়তা পৌঁছাতে হবে এবং এর জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন।

ট্রাম্প আরও বলেন, এটা এক বিশৃঙ্খল পরিস্থিতি। মানুষকে এখনই খাদ্য ও নিরাপত্তা দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন