জার্মান সরকার বলেছে, জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থার সহয়াতায় গাজায় ব্যাপক মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিতের জন্য ইসরাইল দায়বদ্ধ। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।
সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস শনিবার (২ আগস্ট) এক লিখিত বিবৃতিতে বলেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল তার সাম্প্রতিক ইসরাইল এবং অধিকৃত পশ্চিম তীর সফরের পর ফোনে ফেডারেল নিরাপত্তা মন্ত্রিসভাকে ব্রিফ করেছেন।
কর্নেলিয়াস স্বীকার করেন, গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদানে ‘কিছু প্রাথমিক, সীমিত অগ্রগতি’। তবে উপত্যকাটির ‘তীব্র জরুরি অবস্থা দূর করার জন্য এটি স্পষ্টতই অপর্যাপ্ত’ বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর সহায়তাসহ গাজায় ব্যাপক সহায়তা প্রদানের জন্য ইসরাইলের এখনো বাধ্যবাধকতা রয়েছে।’
জার্মান সরকার গাজায় হামাস এবং অন্যান্য অপরাধী গোষ্ঠীর বিপুল পরিমাণে সাহায্য সামগ্রী জব্দ করার সংবাদেও উদ্বেগ প্রকাশ করেছে।
সফরকালে ওয়াদেফুল ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করেছেন।
তিনি রামাল্লাহর কাছে আল-তাইবেহ শহরও পরিদর্শন করেন এবং এই অঞ্চলে কর্মরত মানবিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন