শুক্রবার, ০৮ আগষ্ট ২০২৫

শিরোনাম

গাজা দখলের পরিকল্পনাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে হামাসের বিবৃতি

শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

প্রিন্ট করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিকে নিয়ন্ত্রণের নাম দিয়ে ইসরায়েলি দখলের পরিকল্পনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে করেছে উপত্যকাটির শাসক দল হামাস।

স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) দুপুরে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হামাস বলেছে, দখলের পরিবর্তে নিয়ন্ত্রণ শব্দটি ব্যবহারের মাধ্যমে ইসরায়েল বেসামরিক গাজাবাসীর বিরুদ্ধে তার নৃশংস অপরাধ ঢাকার চেষ্টা করছে এবং দখলদার রাষ্ট্রটির যুদ্ধপরাধের অনিবার্য শাস্তি এড়িয়ে চলার প্রচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকার আটক জিম্মিদের সম্পর্কে চিন্তা করে না, যদিও তারা জানে যে গাজায় আগ্রাসন সম্প্রসারণের অর্থ জিম্মিদের মৃত্যু।

এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) এক সরকারি বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মিশরের মধ্যস্থতায় কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা থেকে গত মাসে আকস্মিক নিজেদের প্রত্যাহার করে নেয় নেতানিয়াহু প্রশাসন। এরপরেই দখলদার দেশটি গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়।

যদিও শেষ দফার আলোচনার আগে হামাস জানায়, উভয় পক্ষ যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে।

এ বিষয়টি আবারও উল্লেখ করে হামাস আজকের বিবৃতিতে বলেছে, আমরা আবারও জোর দিয়ে বলছি যে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার সাফল্য নিশ্চিত করার জন্য আমাদের পক্ষে প্রয়োজনীয় সমস্ত নমনীয়তা এবং ইতিবাচকতার প্রস্তাব দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন