শুক্রবার, ০৮ আগষ্ট ২০২৫

শিরোনাম

গাজা দখলের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তুরস্কের

শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

প্রিন্ট করুন

ফিলিস্তিনের গাজা সিটির দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। পাশাপাশি অবৈধ দখলের এ পরিকল্পনা বাস্তবায়ন রোধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো জোটভুক্ত দেশটি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে শুক্রবার (৮ আগস্ট) আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছদে।

তুর্কি মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলকে অবিলম্বে গাজায় তাদের আগ্রাসন বন্ধ করতে হবে, গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আলোচনা শুরু করতে হবে।

এতে আরও বলা হয়, গাজায় গণহত্যা চালিয়ে যাওয়া এবং ফিলিস্তিনি ভূমি দখলের প্রতিটি পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তার জন্য ব্যাপক আঘাত হানে।

এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) এক সরকারি বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন