বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

গুঁড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ এর শেখ মুজিবের বাড়ি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এর আগে বাড়িটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিনও বাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফায় বাড়িটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলো।

বুধবার রাত ৮টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ভাংচুর শুরু করে। যা রাত গড়িয়ে পরদিন বৃহস্পতিবারও চলতে থাকে। একই সময় ৩২ নম্বরের পাশাপাশি ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও অগ্নিসংযোগ করা হয়। একইভাবে খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়িও (শেখ হাসিনার চাচার বাড়ি) এক্সক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগ পর্যন্ত তা ব্যবহার হচ্ছিল জাদুঘর হিসেবে। গণ-অভ্যুত্থানের মুখে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ‘২৪-এর বিপ্লবী ছাত্রজনতা’ শীর্ষক একটি ব্যানার থেকে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয়া হয়। পাশাপাশি ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ঘোষণাও করা হয়।

বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা ছিল। একে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি।

এছাড়া বিভিন্ন অনলাইন পেজে ঘোষণা আসতে থাকে—ঠিক যে সময়ে শেখ হাসিনার বক্তব্য দেয়া শুরু হবে, ঠিক তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাংচুর চালানো হবে। তবে তার আগেই রাত ৮টার দিকে সেখানে ঢুকে ভাংচুর শুরু হয়। ভাঙচুরের সময় বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধরা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন