শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

গুজব-ধর্ম ব্যবসায়-ধর্মান্ধতার বিরুদ্ধে সব সময় সোচ্চার হেযবুত তাওহীদ

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

প্রিন্ট করুন

মিরসরাই, চট্টগ্রাম: ‘গুজব হুজুগ সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গুজব হুজুগ ও ধর্মান্ধতার বিরুদ্ধে জাগরণ সৃষ্টিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মিরসরাই থানা হেযবুত তাওহীদ। বুধবার (১৬ মার্চ) সকালে মিরসরাই প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. তানভীর উল আলম। উপস্থিত ছিলেন ফেনী জেলা হেযবুত তাওহীদের সভাপতি নুরুল আবছার সোহাগ, চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদের উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন ইকু, মিরসরাই থানা হেযবুত তাওহীদ সভাপতি মো. মহিবুর রহমান, জোরারগঞ্জ থানা হেযবুত তাওহীদ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় বলা হয়, ‘হুজুগ গুজব, ধর্ম ব্যবসায় ও ধর্মান্ধতার বিরুদ্ধে হেযবুত তাওহীদ সব সময় সোচ্চার।’ এর জন্য সবার সহযোগিতা কামনা করেন হিজবুত তাওহীদের নেতারা।

সংবাদ সম্মেলনে ২০১৬ সালের ১৪ মার্চে নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদকে গির্জা ও হেযবুত তাওহীদের সদস্যদেরকে খ্রিষ্টান উপাধি দিয়ে গুজব রটিয়ে দুইজনকে হত্যা ও বাড়ি-ঘরে আগুন দেয়ার প্রতিবাদ ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন হেযবুত তাওহীদের নেতারা।

প্রেস বার্তা/সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন