বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় মামলা

বুধবার, জুলাই ৩০, ২০২৫

প্রিন্ট করুন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সেখানকার জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালানোর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফারুক হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করেন।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জনকে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয় নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকা, লঞ্চঘাট, কাঁচা বাজার এলাকাসহ সড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে জনগণের মনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে যানবাহন চলাচল ব্যাহত করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। তারা মিছিল করতে থাকে। একপর্যায়ে মিছিল থেকে জেলা প্রশাসকের বাসভবনে হামলা-ভাঙচুর চালায়।

এদিকে গত ১৬ জুলাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ১৪টি‌ মামলা করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এক হাজার ১৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪ হাজার ৫৬০ জনকে। গত ১৬ জুলাই থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন