শনিবার, ৩০ আগষ্ট ২০২৫

শিরোনাম

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির বার্ষিক বনভোজন

বুধবার, আগস্ট ২৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: প্রবাসে থেকেও শেকড়ের টানে এক হওয়ার অনন্য উদাহরণ সৃষ্টি করল গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সি। রোববার (২৪ আগস্ট) প্রসপেক্ট পার্কে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পার্ক এলাকা। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের অংশগ্রহণে বনভোজনটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

যদিও একই দিনে প্যাটারসনে একাধিক সংগঠনের পিকনিক, সামাজিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল ছিল, তবুও বিপুল মানুষের সমাগম প্রমাণ করে—প্রবাসী কমিউনিটিতে গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের প্রতি রয়েছে গভীর ভালোবাসা ও আস্থা।

দিনব্যাপী আয়োজনে ছিল নানা আকর্ষণীয় কার্যক্রম। প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি ছাড়াও ছিল বিভিন্ন উপহার, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। খাবারের টেবিলে ছিল প্রবাসীদের প্রিয় ঐতিহ্যবাহী আয়োজন। শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও আড্ডা যেন প্রবাস জীবনে ফিরিয়ে আনে বাংলাদেশের আবহ।

গোলাপগঞ্জ নাম শুনলেই প্রবাসীদের মনে ভেসে ওঠে শেকড়ের টান। সিলেটের এই উপজেলা শুধু ইতিহাসেই সমৃদ্ধ নয়, প্রকৃতির সৌন্দর্যেও অনন্য। হাওর, টিলা, তেল, গ্যাস, সবুজ মাঠ, পাহাড় আর নদীবেষ্টিত গোলাপগঞ্জ বাংলাদেশের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান দখল করে আছে। এখানকার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান, আদি পীর-আউলিয়ার দরগাহ ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। সেই স্মৃতি নিয়েই প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে এমন আয়োজনকে গুরুত্বপূর্ণ মনে করছেন আয়োজকেরা।

সংগঠনের নেতাদের মতে, বনভোজন শুধু বিনোদনের আয়োজন নয়; বরং প্রবাসে থেকেও ঐক্যবদ্ধ হওয়ার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং কমিউনিটির শক্তি প্রদর্শনের এক প্রতীকী উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরামের এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও বজায় থাকবে এবং প্রবাসী সমাজকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন