ঢাকা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসির)। একইসাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত সিন্ডিকেটের মূল উৎপাটন ও গ্যাসের মূল্য বৃদ্ধির অপচেষ্টা থেকে সরে আসার জন্যও জোরালো দাবি জানানো হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেছেন, ‘চাল, ডাল, তেল, আটা, চিনিসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। এতে নিম্নআয়ের মানুষের জীবন রীতিমত দুর্বিসহ হয়ে উঠেছে। কয়েক মাস আগে ডিজেলের দাম বৃদ্ধি করে সব ধরনের পরিবহন খরচ বৃদ্ধি করা হয়েছে। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে। সম্প্রতি নতুন করে গ্যাসের দাম বর্তমানের চেয়ে দিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি ও রেগুলেটরি কমিশন। মহামারী করোনা পরিস্থিতিতে যেখানে দেশের অর্থনীতি বিপর্যস্ত, কলকারখানা বন্ধ হয়ে লাখ লাখ মানুষ কর্মহীন ও বেকার, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধগতিতে যেখানে নিম্নআয়ের মানুষ দিশেহারা, তখন সরকারি সংস্থার এমন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত প্রস্তাবের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমানে দেশের নিম্নআয়ের মানুষের দুর্বিসহ অবস্থায় দিনাতিপাত করছে, সেখানে এমন অবিবেচক সিদ্ধান্ত নেয়া হলে শ্রমিক কর্মচারীসহ সাধারণ মানুষকে আরো দুর্বসহ অবস্থার দিকে ঠেলে দেয়া হবে।’
তারা দ্রুত দেশ ও দেশের অধিকাংশ মানুষের স্বার্থবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়েছেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন