শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করতে বাংলালিংক আনল ই-সিম

বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করতে ই-সিম সেবা এনেছে বাংলালিংক। এ স্মার্ট সল্যুশনের মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা সিমকার্ডের ব্যবহার ছাড়াই সব ধরনের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অবস্থিত বাংলালিংক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সেবাটি চালু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকে চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

ই-সিম গ্রাহকদেরকে আরো স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাংলালিংকের সংযোগ ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা তাদের ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সাথে দুইটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া ই-সিমের সাথে একটি সিম কার্ডও ব্যবহারের সুযোগ থাকছে। দেশের যে কোন বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা ই-সিমে মাইগ্রেট করতে পারবেন। সেবাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটে: https://www.banglalink.net

উপাঙ্গ দত্ত বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবাগুলি আরো স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমাদের অত্যাধুনিক নানা সুবিধা নিয়ে আসার প্রচেষ্টাও প্রতিফলিত হয়।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন