সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

ঘুষ দাবির অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

প্রিন্ট করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে ঘুষ দাবী করায় এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার রাতে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকার একটি রেস্টুরেন্টে বড়উঠান ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের বিরুদ্ধে ঘুষ দাবি করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন নুরুল আমিন নামে এক ভুক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নুরুল আমিন জানান, তার পিতা মৃত আবদুর শুকুর ১৯৫৯ সালে সিরাজুল ইসলামের কাছ থেকে ৬ শতক জমি ক্রয় করেন। জমিটি দীর্ঘ ৭০ বছর ধরে দখল এবং চাষাবাদ করে আসছেন পরিবারটি। সম্প্রতি একই এলাকার নাছির উদ্দিন গং জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন তাদের বিরুদ্ধে। মামলার প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে সরেজমিন তদন্তের নির্দেশ দেন আদালত।

তার প্রেক্ষিতে বড়উঠান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন গত ২৫ সেপ্টেম্বর উভয় পক্ষকে নোটিশ প্রদান এবং সরজমিনে গিয়ে তদন্তের জন্য অবহিত করেন। কিন্তু বড়উঠান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন মামলার বাদী মো. নাসির উদ্দিনের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সরজমিনে না এসে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। যার বিবাদীদের কাছ থেকে তথ্য গোপন করে।

তিনি আরও জানান, জমিটির বৈধ মালিক তারা। জমিটি দখল এবং আদালতে এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন। ভূমি কর্মকর্তার মনগড়া প্রতিবেদনটি মিথ্যা। এটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. মোমেন হোসেন জয়, নুরুল আমিন, মো. আব্দুল্লাহ, ইদ্রিস পানু, মো. হানিফসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন