শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় মোংলায় ব্যাপক প্রস্তুতি

সোমবার, মে ২৪, ২০২১

প্রিন্ট করুন
mongla yaas photo 1

মোংলা এলাকায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর তেমন প্রভাব পড়েনি। তবে এরই মধ্যে মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল রোববার রাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া বয়ে গেলেও কোনো বৃষ্টি হয়নি। আজ সোমবার সকাল থেকে রোদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।

ঘূর্ণিঝড় নিয়ে বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা ও উপজেলা প্রশাসন পৃথক প্রস্তুতি সভা করেছে। এদিকে, দুর্যোগ মোকাবিলায় ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঝড় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতিও রয়েছে। এবার বেশ আগে থেকে ঝড়ের আভাস পাওয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ায় সময়-সুযোগ পেয়েছে স্থানীয় প্রশাসন।

সাধারণ মানুষেরা বলছেন, আতঙ্ক থাকলেও অনেকের ঘর কাঁচা হওয়ায় তাদের করার কিছু নেই। ঝড় এলে বিভিন্ন ভবন, মসজিদে যেতে হবে তাদের। এবার প্রশাসনের প্রস্তুতিও ভালো বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

এদিকে, জনসাধারণের সুরক্ষায় মোংলায় ১০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। প্রস্তত রয়েছেন প্রায় এক হাজার ৪০০ স্বেচ্ছাসেবক। খাবার পানি, পানি বিশুদ্ধকরণ বড়ি, ওষুধ ও শুকনো খাবার মজুদ করেছে স্থানীয় প্রশাসন।

এ ছাড়া বেশি নজরদারি করা হচ্ছে অধিক ঝুঁকিতে থাকা মোংলার কানাই নগর, চিলা, জয়মনিরঘোল এলাকার বাসিন্দাদের প্রতি। দুর্যোগ মোকাবিলায় রয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ডও।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন