শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামের পাঁচ কারাখানাকে পরিবেশ অধিদপ্তরের ১৮ লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১

প্রিন্ট করুন
1 10

নিজস্ব প্রতিবেদক 
নগরীর বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকার ইস্পাত কারখানায় এয়ার ট্রিটমেন্ট প্লান্ট বন্ধ রেখে অতিরিক্ত ধোঁয়া ছড়ানো ও অপরিশোধিত তরল বর্জ্য ফেলা এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। উল্লেখিত জরিমানা আদায় না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে অধিদপ্তর। 
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে শুনানি শেষে অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। 
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়: অতিরিক্ত ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণ করার দায়ে বেনাজ ইন্ডাস্ট্রিজ বিডি. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল ইসলামকে ৫ লাখ ৪০ হাজার টাকা এবং নাসিরাবাদ এলাকার সিএসএস কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর খোরশেদ জিলানীকে ৫ লাখ ৪০ হাজার ও ইসলাম স্টিলকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 
অন্যদিকে তরল বর্জ্য ছেড়ে পরিবেশের ক্ষতিসাধন করায় নাসিরাবাদ এলাকার পপুলার ওয়াশিং কারখানার মালিক মোশারেফ হোসেনকে ৮৬ হাজার ৪০০ টাকা এবং মফিজ উদ্দিন আহমদের মালিকানাধীন হাজী ওয়াশিংকে ৬৯ হাজার ১২০ টাকা জরিমানা করা হয়। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন