নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দগ্ধ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালে আনা হলে দগ্ধ একজনের মৃত্যু হয় এবং দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ উদঘাটন করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে, বিস্ফোরণ থেকে বের হওয়া আগুন নেভানো সম্ভব হয়েছে। এ হতাহতের ঘটনায় এখনো পর্যন্ত কারও নাম জানা যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘ বালুছড়া এলাকার বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছেন এবং দুইজন পুড়ে গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম জানতে পারিনি। ‘
পুলিশ ও চট্টগ্রাম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে আছেন। দুই সংস্থার প্রতিনিধি ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা করছেন। তবে এখনও বিস্ফোরণের কারণ উদঘাটন করা যায়নি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন