সিএন প্রতিবেদন: প্রাচ্যের ভেনিস খ্যাত দক্ষিণবঙ্গের বরিশালে আধ্যত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফের বিভাগীয় কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দুপুরে বরিশালের রুপাতলি আজিজিয়া মডেল টাউনস্থ ২৫ নং ওয়ার্ডে বায়তুশ শরফ বিভাগীয় কমপ্লেক্সের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)।
একই জায়গায় বিভাগীয় কমপ্লেক্স ছাড়াও বায়তুশ শরফ আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা জামে মসজিদ ও ঈদগাহ মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এর আগে শুক্রবার ভোরে ঢাকা বায়তুশ শরফ কমপ্লেক্স থেকে সফরসঙ্গীসহ বিশাল গাড়ি বহর নিয়ে রাহবারে বায়তুশ শরফ (মা.জি.আ) বরিশাল অভিমুখে যাত্রা করেন। এসময় বরিশালবাসী আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
বায়তুশ শরফ আধ্যাত্মিকতার অনুশীলন ও চর্চার ইতিহাসে স্বতন্ত্র মহিমায় ভাস্বর এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান। পূর্ণ ইসলামী জীবন ব্যবস্থাকে আত্মস্থ করার মাধ্যমে তাসাউফের বিশুদ্ধ চর্চা এর দরবারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দরবার মানুষের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিশুদ্ধতার জন্য কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়তুশ শরফ পথহারা পথিকের আশ্রয়স্থল, সেবা, দয়া, প্রেম ও জ্ঞান-বিজ্ঞান অনুশীলন ও গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন