নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রিহ্যাব ফেয়ার ২০২৫-এ উইকন প্রপার্টিজ লিমিটেড তাদের গ্রাহকদের জন্য নানা আকর্ষণীয় সুযোগ এবং সুবিধা নিয়ে হাজির হচ্ছে। ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত হবে এই ফেয়ার। উইকন প্রপার্টিজ ফেয়ারে গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট, সহজ কিস্তি সুবিধা এবং বুকিং-এর অগ্রাধিকার সুবিধা প্রদান করছে। এই সুযোগগুলোর মাধ্যমে, ক্রেতারা স্মার্ট হোম এবং বাণিজ্যিক স্পেসে বিনিয়োগ করতে পারবেন সাশ্রয়ী মূল্যে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মেহেদীবাগস্থ প্রতিষ্ঠানটির হেড অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পিটুপি ফ্যামিলির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশনের পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দীন, পিটুপি ফ্যামিলির গ্রুপ সিওও মেজর মোহাম্মদ আমিনুল হক (অব.), উইকন প্রপার্টিজ লিমিটেডের সিটিও প্রকৌশলী দেবাশীষ পাল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন, উইকন প্রপার্টিজ লিমিটেডের জিএম (অপারেশন) মোহাম্মদ নাজমুল হোসেন, পিটুপি ফ্যামিলির গ্রুপ ডিজিএম রামেন দাশ গুপ্তসহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এক লিখিত বক্তব্যে বলা হয়, ফেয়ারে উইকন প্রপার্টিজের এক্সপার্টরা রিয়েল এস্টেট বাজার, বিনিয়োগের সঠিক সময়, আধুনিক স্মার্ট হোম সলিউশন এবং পরিবেশবান্ধব প্রকল্প সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিবেন। ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক প্রকল্প নির্বাচন করতে পারবেন, যা ভবিষ্যতের সুরক্ষিত বিনিয়োগ নিশ্চিত করবে।
এছাড়া, উইকন প্রপার্টিজ তাদের ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী গ্রাহকদের জন্য এককালীন অগ্রিম পরিশোধের মাধ্যমে আকর্ষণীয় মূল্যছাড় এবং মাসিক ভাড়া আয়ের সুবিধাও প্রদান করছে। এটি সম্পূর্ণ হালাল বিনিয়োগ উপায়ে সম্পন্ন হতে পারে, যা গ্রাহকদের ঝুঁকি মুক্ত এবং লাভজনক উপার্জনের সুযোগ দেয়।
পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, আমরা শুধু সম্পত্তি বিক্রি করি না, আমরা আমাদের গ্রাহকদের জন্য একটি নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করি। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র কোয়ালিটিতে নয়, বরং দীর্ঘমেয়াদী সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে শীর্ষস্থান নিশ্চিত করা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন