শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে ইহুদি পরিবারের শতবছরের পুরানো সম্পদের সন্ধান!

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকায় একটি ইহুদি পরিবারের সম্পদের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে সম্পদগুলো শতবছরের পুরানো।

ইতিহাসবিদরা জানান, ১৯৩০ সাল পর্যন্ত ডেভিড ইজিকেলের পরিবার সেখানে বাস করতেন। পরে ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন শহরে চলে যায় পরিবারটি। সম্প্রতি ইজিকেলের সম্পদ নিয়ে হাইকোর্টের মামলার সূত্র ধরে অনুসন্ধানে এসব বেরিয়ে আসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটা ১০০ বছর আগের একটি সম্পত্তি, এটার মালিক একটি ইহুদি পরিবার।’

জানা যায়, যুক্তরাজ্যের জনপ্রিয় অভিনেত্রী ন্যান্সি নেভিনসন ১৯১৮ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালে ৯৩ বছর বয়সে তিনি মারা যান। তার বাবা ডেভিস ইজিকেল ছিলেন ইহুদি ধর্মাবলম্বি। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের আলকরন এলাকায় এখনো তার চিহ্ন রয়েছে।

স্থানীয়দের দাবি, ১৯৩০ সালে ডেভিস ইজিকেলের পরিবার বাংলাদেশ ছাড়লেও এখনো তারাই এই সম্পদের মালিক। জানা গেল, ৯৪ বছর ধরে এই ভবনে ব্যবসা করে সরকারকে ভাড়া দিচ্ছেন ভাড়াটিয়ারা।

ভবনটিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা এক বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী বলেন, ‘আগে ৫ টাকা ভাড়া ছিল। পর্যায়ক্রমে বাড়তে বাড়তে দেড়শ টাকা হলো। আমি ১৬০ টাকা ভাড়াতে ঢুকেছি এখন ১ লাখ টাকা ভাড়া দেই।’

ইতিহাসবিদরা স্বাক্ষ্য দিলেন, উনবিংশ শতাব্দিতে কোলকাতা থেকে বেশ কয়েকটি বাগদাদি ইহুদি পরিবার ঢাকা ও রাজশাহীতে আসে। তারা সেখানে পণ্যের পসরা সাজিয়ে বসেন। অনেকের ধারণা, বন্দরনগরী চট্টগ্রামেও তারা অবস্থান করতে পারেন।

তবে অতীতে বাস করা ইহুদিদের কোনো উত্তরাধিকার এখন এদেশে নেই বলে জানান ইতিহাসবিদরা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন