চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ইলিয়াছ খানকে শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আকবর শাহ থানার সামনের দোকান থেকে র্যাব বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান
শনিবার (২৭ নভেম্বর) গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এ দেশে আজ কারো জীবন নিরাপদ নয়। বিরোধী দলের নিরাপরাধ মানুষগুলোকে ধরে নিয়ে কারান্তরীণ করে রাখছে। মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আদালতে বিচার নেই। সর্বক্ষেত্রে প্রেসক্রিপশনের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। ইলিয়াছ খানকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার তারই অংশ।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘চট্টগ্রাম সিটি ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইলিয়াছ খানকে কোন মামলায় ওয়ারেন্ট না থাকার পরও র্যাব অবৈধভাবে গ্রেফতার করে শারীরিক নির্যাতন করে তাকে অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছে। র্যাব তাকে দোকান থেকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে চালান দিয়ে উল্টো তাকে সন্ত্রাসী হিসাবে প্রচার করছে। ইলিয়াছ খান ছাত্রদলের বলিষ্ঠ নেতা, তাই তাকে দমানোর জন্যই এ গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। ইলিয়াছ খান সব মামলায় জামিনে আছে ও তার মামলাগুলো সব রাজনৈতিক মামলা। এভাবে একজন নিরাপরাধ ছাত্রদল নেতাকে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে আহত করা প্রশাসনের জঘন্য ঘটনা।’
নেতৃবৃন্দ এ ধরনের গ্রেফতার ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রুত ইলিয়াছ খানের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন