চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিসহ ৯৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির পাঁচলাইশ মডেল থানায় এ মামলাটি করেন ছাত্রদলের নেতা জিয়াউল হক জোনাইদ।
মামলা দায়েরের ব্যাপারটি শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেন মামলাটির উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা খোরশেদ আলম।
এ নিয়ে জিয়াউল হক জোনাইদ বলেন, ‘গেল ১৬ জুলাই রনিসহ তার দল আমাদের ওপর হামলা করেন। বিভিন্ন দেশীয় ও বিদেশী অস্ত্র দিয়ে ছাত্র আন্দোলনের অনেককেই গুরুতর যখম করেন। আমাকেও হত্যাচেষ্টা করে, তবে আমি প্রাণে বেঁচে যাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এতটুকুই প্রত্যাশা।’
ওই দিন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ তিনজনের মৃত্যু হয়েছিল। এসব ঘটনায় পৃথক হত্যা মামলা হয়েছে বলেও তিনি জানান।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বোয়ালখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মদ, সিটির ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোর্শেদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এসএম বোরহান উদ্দিন, বোয়ালখালী পৌরসভার কমিশনার তৈয়বুল ইসলাম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, যুবলীগ ক্যাডার আজগর আলী রিক্সন ও গিয়াস সিদ্দিকী ওরফে পিস্তল গিয়াসসহ অজ্ঞাত নামা ৩০০-৪০০ জন।
সিএন/.আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন