চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূরুল আলম রাজু হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রতিজনকে দশ হাজার টাকা করে জরিমানা ও ১৪ জনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খাঁন জানান, এ মামলায় অভিযুক্ত ২২ জন আসামির মধ্যে ছয় জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ছয় আসামির মধ্যে রায় ঘোষণার সময় ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশের বিবিরহাট এলাকার হাজী মোল্লা কোম্পানি বাড়ির মো. ইউসুফের ছেলে রাজুকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজুর ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। ২০১৯ সালের ১৪ মে থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ শুরু হয়। তদন্ত শেষে পুলিশ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন