শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিংয়ে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় রেলের এক পয়েন্টম্যানসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (০৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরের পদ্মা-মেঘনা-যমুনা তেলের ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন—আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্দি দে (২৫)। তাঁরা বাসের চালক এবং সহকারী। আরেকজন হলেন—মো. আজিজুল হক (২৮)। তিনি সিজিপিওয়াই অধীনে দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেলবাহী ট্রেনের সঙ্গে মেট্রো বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিজুল হক মারা যান। এরপর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন