সিএন প্রতিবেদন: চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে নগরীর টাইগার পাস ও দুই নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর আড়াইটায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তারা বিকাল ৪টার দিকে বটতলী স্টেশনে জড়ো হতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে নগরের টাইগারপাস সড়ক অবরোধের জন্য এগিয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের পেছন থেকে এবং সামনে থেকে ঘিরে রাখে। পুলিশের বাধা উপেক্ষা করে আধা ঘণ্টা পর পুলিশি বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা মিছিলসহ দুই নম্বর গেইটের দিকে রওনা হলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীসহ আহত হন একজন নারী পুলিশ সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে শিক্ষার্থীরা ২ নম্বর গেটে পৌঁছামাত্রই তাদের লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে আবারও হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে লাঠিপেটার ফলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। আহত হন বেশ কয়েকজন। পরে শিক্ষার্থীরা ফের সংঘবদ্ধ হয়ে দুই নম্বর গেইটের ব্যস্ত সড়ক অবরোধ করেন। কয়েক ঘণ্টার অবরোধের পর তারা ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন