বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে প্রশিক্ষণ পেল ১০১ ইমাম

রবিবার, আগস্ট ২৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উদ্যোগে ৪৫ দিনব্যাপি ইমাম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মসজিদের ১০১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

রোববার (২৫ আগস্ট) বেলা ১১ টায় একাডেমির শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ প্রদান করা হয়।

ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ এনায়েত হোসাইনের সভাপতিত্বে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান ও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ বোরহানুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, ইমামগণ এই ৪৫ দিনে যেসব বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তা খুবই সময়োপযোগী। বর্তমানে দেশে দুর্যোগ চলছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট, ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আপনারা এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছেন তা দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাবেন। পানি বিশুদ্ধ করনসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের মুসল্লীদের মাঝে ছড়িয়ে দেবেন। এটা আপনাদের দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান বলেন, আপনাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান রাষ্ট্র বিনির্মানে ভূমিকা রাখবেন। আপনারা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদের সমাজে গুজব, অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মানুষজনকে বুঝাতে হবে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু দেখলেই যেন যাছাই করা ছাড়া ছড়িয়ে না দেয়। গুজব বর্তমানে সমাজে মহামারি আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, ইমামদের বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে। সমাজের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে হবে। এটা ঈমানেরও দাবি। এই ভাষার জন্য আমরা রক্তও দিয়েছি। তিনি ইমামদের সমাজের মূল স্রোতের সাথে মিশে দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

একাডেমির সহকারী পরিচালক কেফায়েত উল্ল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সমাজবিজ্ঞান প্রশিক্ষক ড. সুলতান আহমেদ ভূইয়া, বক্তব্য রাখেন প্রশিক্ষণ সহকারী মো. কামরুজ্জামান। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ ক্বারী জোবায়ের হোসেন, নাতে রাসূল পাঠ করেন মো. মেহেদী হাসান। ইমাম প্রতিনিধির বক্তব্য রাখেন চীফ মনিটর সৈয়দ মো. গোলাম গাউস।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন