নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শোয়েব চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় দক্ষিণ বাকলিয়া বিএনপির সভাপতি নবাব খান, বিএনপির কর্মী মো. টিপু, নুর উদ্দীন, সানাউল কাদের চৌধুরী, ইউনুস চৌধুরীসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে কোনো মামলা হয়নি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও স্থানীয় কাউন্সিলের বাসায় হামলার অভিযোগে ৬৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি।
তবে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফ হোসেন জানান, তারা থানায় অভিযোগ দিয়েছেন। মামলা না নিলে আদালতে যেতে পারেন।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নগরের বাকলিয়া মিয়াখান নগর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন