শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে ভেজাল খাদ্যের পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা; সিলগালা

শুক্রবার, এপ্রিল ১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে ভেজাল খাদ্যের একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ মার্চ) চট্টগ্রামে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বিশেষ এ ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) র‌্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে কৃত্রিম রং মিশ্রণ ও মেয়াদ উত্তীর্ণ বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আভিযানিক দল ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ডাবল মুরিংয়ের এমএস কামাল এন্টারপ্রাইজ, পাহাড়তলীর এমএস সিরাজ এন্টারপ্রাইজ, এমএস পারভেজ অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ এমএস দরবার এন্টারপ্রাইজকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা এবং এমএস তাসমিন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান সীলগালা করা হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন