রবিবার, ১৩ জুলাই ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে হাতি অপসারণ চেয়ে সড়ক অবরোধ-বিক্ষোভ

বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দেয়াং পাহাড় থেকে হাতি সরানোর দাবিতে প্রায় ছয়ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ মিলে বৈঠক করে ওই এলাকায় বিচরণ করা তিনটি হাতি পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কোরিয়ান ইপিজেডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আনোয়ারা-বাঁশখালীগামী পিএবি সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ হাতির তাণ্ডব থেকে তাদের রক্ষায় সুনির্দিষ্ট আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন।

এদিকে সড়ক অবরোধের কারণে আনোয়ারা-বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের একাংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদের ছুটি কাটাতে বাড়ির পথে রওনা হওয়া মানুষ। অবরোধের কারণে কোরিয়ান ইপিজেডে গাড়ি আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে সেখানে কারখানাগুলোতে সকালে অনেক শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। এছাড়া পিএবি সড়ক অবরোধের কারণে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত মইজ্যারটেক থেকে গাড়ি আটকে থাকে। একইভাবে আনোয়ারা ও বাঁশখালী উপজেলা থেকে শহর অভিমুখী শত শত গাড়িও পিএবি সড়কে আটকে যায়।

আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা মো. সেলিম বলেন, দেয়াং পাহাড়ে অবস্থানরত হাতিগুলোর আক্রমণে বিগত ১০ বছরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার অন্তত ১৯ জন নারী-শিশু ও বৃদ্ধের মৃত্যু ঘটেছে। গত ২২ মার্চ হাতি নিরসনের দাবীতে আমরা সড়ক অবরোধ করলে প্রশাসন ৪ দিনের মধ্যে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। কিন্তু এ সময়ের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলনে নেমেছি।

বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আমাদের বন বিভাগের ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইআরটি সদস্য কাজ করছে। কেইপিজেডের ভিতরে নিরাপত্তার জন্য গত অক্টোবর থেকে ১৫জন ইআরটি সদস্য কাজ করছিল। গত ৮ মার্চ থেকে ইআরটি সদস্যদের বাদ দিয়েছে কেইপিজেড কর্তৃপক্ষ। জানুয়ারী থেকে তাদের বেতন দিচ্ছে না। তাদের বেতন পরিশোধ করতে একটি চিঠিও বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তার অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ‘বন বিভাগ ও কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আমরা বৈঠক করেছি। বন বিভাগ কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড়ে থাকা তিনটি হাতি পর্যায়ক্রমে সরিয়ে নেবে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে হাতির আক্রমণে যারা আহত হয়েছেন, তাদের দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

প্রসঙ্গত, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেডের অভ্যন্তরে দেয়াং পাহাড়ে তিনটি হাতির বিচরণ আছে। অভিযোগ আছে, পাহাড় কেটে ও তাদের আবাস্থল ধ্বংস করে কোরিয়ান ইপিজেডে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে সেখানে হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। হাতিগুলো বারবার লোকালয়ে গিয়ে মানুষের বসতঘরে আক্রমণ করে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন