বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা সম্পন্ন

বৃহস্পতিবার, ডিসেম্বর ২, ২০২১

প্রিন্ট করুন
received 634181357895758

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম এ ৩দিন ব্যাপী নারী উদ্দ্যোক্তা মেলা সম্পন্ন হয়েছে। হামজাস কালেকশান প্রেজেন্টস ও পাওয়ার্ড বাই আমারল্যাব সহযোগিতায় ওমেন্স পাওয়ার নারী শক্তি কতৃক আয়োজিত   হয় এই মেলা। তিন দিনব্যাপী এই মেলা গত ২৯ নভেম্বর শুরু হয়। মেলায় প্রথম দিন শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়া সমাপনী দিন প্রধান অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব  রওশান আরা চৌধুরী।

সমাপনী বক্তৃতায় রওশান আরা বলেন, “নারী আগের চেয়ে সাহসী হয়েছে। তারা এখন এগিয়ে যাচ্ছে সমাজের পথচলায়।  নারী শক্তির শাইলা সুলতানা ৬ বছর পুর্তি উপলক্ষ্যে নারীদের নিয়ে কোভিড পরবর্তী এগিয়ে যাওয়ার যে প্লাটফর্ম তৈরী করে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এ ছাড়াও ওমেন্স পাওয়ার  বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষদের জন্য।

ওমেন্স পাওয়ার নারী শক্তির শাইলা সুলতানা বলেন, আমরা ১৫ নভেম্বর ২০১৫ সাল থেকে গ্রুপটি পরিচালিত করে আসছি। আমরা শুরু থেকেই নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছি। প্রতি বছর বিভিন্ন দিবস উপলক্ষ্যে আমরা পথশিশু ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করছি॥ আমরা বিশ্বাস করি, নারীরা সমাজের প্রধান অংশ। নারীর উন্নয়নের মধ্যে সমাজের উন্নয়ন সংগঠিত হয়। সে কাজটিই করে যাচ্ছে ওমেন্স পাওয়ার নারী শক্তি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মরিয়ম বেগম।

আরএইচ/ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন