মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

শিরোনাম

চট্টগ্রাম ওয়াসার সঞ্চালন লাইন মেরামতে সময় লাগবে আরও ১ দিন

সোমবার, মার্চ ১০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম ওয়াসার ক্ষতিগ্রস্ত প্রধান সঞ্চালন লাইন মেরামতে আরও একদিন সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) বিকেলের মধ্যে মেরামত কাজ শেষ হবে। এরপর পাহাড়তলী, হালিশহর আগ্রাবাদসহ আশপাশের ১৮ এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক হবে।

সোমবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম এসব তথ্য জানিয়েছেন।

ওয়াসা সূত্রে জানা যায়, শনিবার (০৮ মার্চ) রাতে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে নগরীর সাগরিকা এলাকায় চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফুটো হয়ে যায়। এতে করে অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ এই সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন