পার্থ সারথী দেব: মিশিগানে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই ওয়ারেন সিটির সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে দুপুরে বেলুন উড়িয়ে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে বাঙালিদের অংশগ্রহণে বনভোজন পরিণত হয়েছিলো মিলনমেলায়। এতে ছিলো আড্ডা, রকমারি সুস্বাদু খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে ছিল আকর্ষণীয় রাফেল ড্র।
সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক কাজী এবাদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, সভাপতি সৈয়দ মঈন দীপু , এস.এম. হাসান ইকবাল, শাহেদুল ইসলাম, মো: কামরুল হাসান, মিল্টন বড়ুয়া, রতন বড়ুয়া , মো. নজরুল ইসলাম, মোস্তফা কামাল, সালাহ উদ্দিন মুরাদ , এ. জেড, এম ওবায়দুল্লাহ ও আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
সবশেষে এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন