বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নাট্যকলা বিভাগ আয়োজিত ৫ম নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় চবি উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সমগ্র চট্টগ্রামকে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের আদিভূমি বলতে পারি আমরা। সেই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের অবদানে পুরো জাতি কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এখান থেকেই পঠিত হয়েছিল। এখানেই প্রীতিলতা ও সূর্যসেনরা সংগ্রাম করেছেন। এই বিশ্ববিদ্যালয়ও স্বাধীনতা যুদ্ধে রক্ত ঝরিয়েছে। এখান থেকেই রচিত হয়েছে ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি। সংগ্রামের একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে চট্টগ্রাম অঞ্চলের।
তিনি আরও বলেন, এই সময়টাতে আমাদের সঙ্গীত, নাটক, নৃত্য এগুলো চর্চার সাথে আমাদের যোগাযোগ কমে গেছে। এখনকার প্রজন্ম ফেইসবুক আর ইউটিউবে আসক্ত। সেই জায়গাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান রাখার যথেষ্ট সুযোগ এবং দায়িত্ব রয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চকে সামগ্রিকভাবে উন্নত করতে সব ধরণের সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে নাট্যোৎসবে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।
এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন ও একুশে পদকপরাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। এতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিন।
অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের স্নাতক(সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোঃ সোলায়মানকে নাট্যজন শান্তনু বিশ্বাস স্মৃতি বৃত্তি এবং বৃত্তি প্রাপ্তকে শান্তনু বিশ্বাস রচিত পুস্তক প্রদান করেন প্রয়াত শান্তনু বিশ্বাসের সহধর্মিণী শুভ্রা বিশ্বাস। বিকেল ৪ টায় চবি নাট্যকলা বিভাগ এবং সংগীত বিভাগের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও পাপেট শো।
আরএইচ/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন