চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ছয় দশমিক ৩৭ শতাংশ বেশি। এবার এ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল নয় হাজার আট জন। গত বারের তুলনায় এবার তিন হাজার ৭৮৩ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৬১ হাজার ৭৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।’
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০৪টি কেন্দ্রে এক হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী এক লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে এক লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন ও ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। ছাত্র পাসের হার ৯০ দশমিক ১৪ শতাংশ, যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক ২১ শতাংশ বেশি ও ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ, যা গত বছরের তুলনায় সাত দশমিক ৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে মোট ১২ হাজার ৭৯১ জন, যা গত বছরের তুলনায় তিন হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র পাঁচ হাজার ৩৮২ জন, যা গত বছরের তুলনায় এক হাজার ১৩৭ জন বেশি ও ছাত্রী সাত হাজার ৪০৯ জন, যা গত বছরের তুলনায় দুই হাজার ৬৪৬ জন বেশি।
এ দিকে, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবারের পরীক্ষা নেয়া হয় সংক্ষিপ্ত আকারে ও শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর। প্রতি বিষয়ে মোট ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হয় ৫০ নম্বরের ও পরীক্ষার সময়ও ছিল অর্ধেক। অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা নেওয়া হয়েছিল দেড় ঘন্টায়। ফলাফল প্রকাশের ক্ষেত্রে আবশ্যিক বিষয়ের যে পরীক্ষা নেয়া হয়নি, সে সব বিষয়ে পরীক্ষার্থীদের জেএসসি ও নবম শ্রেণির ফল মূল্যায়ন করেই ফলাফল তৈরি করা হয়েছে।
এবার অংশ নেয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৫ হাজার ২৫৩ জন ও ছাত্রী ৮৫ হাজার ৮৬৯ জন। গত বারের মত এবারও এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। অন্য দিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা গত বারের চেয়ে বেড়েছে।
অন্য দিকে, সিটিসহ চট্টগ্রাম জেলায় এবার ১১২টি কেন্দ্রে ৭১০টি প্রতিষ্ঠানের এক লাখ নয় হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৯৪১ জন ও ছাত্রী ৫৯ হাজার ছয় জন।
কক্সবাজার জেলায় মোট ২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ২৫ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী। রাঙ্গামাটি জেলায় ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় নয় হাজার ৩৭২ জন। খাগড়াছড়ির ২২টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয় দশ হাজার ৬৩৭ জন, যা গত বারের তুলনায় কিছুটা বেশি।
এছাড়াও বান্দরবানের ১২টি কেন্দ্র থেকে এবার পরীক্ষায় অংশ নেয় পাঁচ হাজার ২২৯ জন পরীক্ষার্থী। এখানেও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে এবারের এসএসসিতে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ১৮৫ জন নিয়মিত। ১৯ হাজার ৪৯৯ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন