চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে এক হাজার ৬৬৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন ফেল থেকে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন করেছেন ৬৫ জন।
রোববার (১০ জুলাই) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, এ বছর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী। তাদের ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র যাচাই করা হয়। এতে এক হাজার ৭৪২টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। জিপিএ বদলেছে ৬৪৬ জনের।
চলতি বছর চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। পুনঃনিরীক্ষণের আগে জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। নতুন ফলাফলে এ সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯০৮ জনে, যা গত বছরের ১০ হাজার ৮২৩ তুলনায় বেশি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন