চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির মোবাইল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে সিটির কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন সংলগ্ন বাইশ মহল্লা কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ। তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল, একটি ডেস্কটপ কম্পিউটার ও আইএমইআই পরিবর্তন করার ডিভাইস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- মুহাম্মদ সোহেল উদ্দিন (৩০), শাহাদাৎ হোসেন প্রকাশ বাবলু (৩০), মো. রফিকুল ইলসাম (৩৮), মো. সাইফুল (৩৩), মো. মানিক মিয়া (৪১) ও মো. মেরাজ গাজী (৪৬) ও মোঃ কামরুল হাসান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জন সংযোগ শাখা জানায়, মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয় বিক্রির সাথে জড়িত মুহাম্মদ সোহেল উদ্দিন, শাহাদাৎ হোসেন প্রকাশ বাবলু, মো. রফিকুল ইলসাম, মো. সাইফুল, মো. মানিক মিয়া ও মো. মেরাজ গাজীকে ১৯টি চোরাই মোবাইলসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. কামরুল হাসানকে কোতোয়ালীর রিয়াজ উদ্দিন বাজারস্থ চৈতন্যগলি গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আরো নয়টি চোরাই মোবাইল, একটি ডেস্কটপ কম্পিউটার ও আইএমইআই পরিবর্তন করার ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা অন্যদের সহযোগিতায় সিটির বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করে। পরে ডিভাইসের সাহায্যে ওই চোরাই মোবাইলগুলোর আইএমইআই নাম্বার পরিবর্তন করে সিটির বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। আইএমইআই নাম্বার পরিবর্তন করার ফলে উদ্ধারকৃত চোরাই মোবাইলগুলোর মালিকানা যাচাই কঠিন হয়ে পরে।
গ্রেফতারকৃত বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন