চলমান ডেস্ক:
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের করা মামলায় বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত এ মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি।
মো. শহিদুল্লাহ বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যে ঘটনা ঘটিয়েছেন, তা আমাদের কাছে পূর্বপরিকল্পিত বলেই মনে হয়েছে। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং সড়কে গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।’
ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ‘এ মামলায় এজাহারনামীয় ১৫৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, ‘এ মামলায় বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকর্মী আছেন। এখন পর্যন্ত আমরা এ মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ওসি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যখন চন্দ্রিমা উদ্যানে যান, তার আগে থেকে তাঁদের আমরা জানিয়েছিলাম, আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করবেন। কিন্তু, তাঁরা তা করেননি। নির্ধারিত সময়ের আগেই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন