বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে আইইআরডিসির পুরষ্কার বিতরণ ও প্রীতি বিতর্ক সভা অনুষ্ঠিত

রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 20 1

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক বইপাঠ ও বিতর্কসভা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৯ ডিসেম্বর)  শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের কড়ইতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন। এছাড়া বর্তমান সভাপতি আরিফ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক নাফিসা সাদাফ সহ কার্যকরী সংসদের সদস্য ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রীতি বিতর্ক ও শুভেচ্ছা বক্তব্যে বক্তারা সাম্প্রতিক উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদির মূল্যায়ন করেন। বিতর্কের প্রস্তাবনায় উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতার বিল সংসদে উপস্থাপিত হয়। প্রীতি বিতর্কের পর বর্তমান ও সাবেক সভাপতি বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার এবং সনদপত্র তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী  ইয়াসিন আরাফাত।

পরবর্তীতে আইইআর ডিবেটিং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সংগঠনের অগ্রগতি বিষয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইআই/ সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন