সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন এস.বি.এস স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন আয়োজন করেছে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫” শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠান।
শনিবার বিকেল ৪টায় ভাটিয়ারী ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উৎসবে তিন ইউনিয়নের প্রায় ৮০ জন জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মো. রহিম উদ্দিন।
সংবর্ধনার পাশাপাশি আয়োজন করা হয় এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য পৃথক কুইজ প্রতিযোগিতা, যেখানে মোট ছয়জন শিক্ষার্থী বিজয়ী হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়, যা তাদের উচ্চশিক্ষা ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি আসলাম চৌধুরী এফসিএ বলেন, “দক্ষ জনশক্তিই একটি দেশের মূল সম্পদ। সার্টিফিকেট নয়, প্রকৃত শিক্ষা মানুষকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হতে শেখায়। এই সংবর্ধনা তরুণদের দেশগঠনের অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৪তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এহসান, সংগঠনের সাবেক সভাপতি সোলাইমান শওকত, সহ-সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন, সাবেক নেতা সাইফুদ্দীন, ফোরকান উদ্দিন, আমজাদ হোসাইন, নোমান ইদ্রিস, নুর নওশাদ এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. সাকিবসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস.বি.এস সভাপতি রায়হান উদ্দিন রাজু এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাকিব, ইসরাত জাহান, ইসরাত জেরিন ও ইসরাত ইউনুস।
১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এস.বি.এস স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সমাজ উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন