শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

শনিবার, মে ৪, ২০২৪

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক হলের ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (০৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের হলে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক উদিতি দাশ বলেন, পত্রিকায় ছাত্রীর ছবি প্রকাশ করায় সে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ছাত্রীর বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। যার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটি তদন্ত করেছি।

এদিকে আত্মহত্যার চেষ্টার আগে ওই ছাত্রী তিনজন ছাত্রীর নাম উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে তার মৃত্যুর জন্য এই তিনজন দাবি বলে উল্লেখ করা হয়।

এর আগে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘চবির আবাসিক হলে মদ খেয়ে ছাত্রীর মাতলামি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়। পরবর্তীতে ওই পোর্টলের লোগে ও ছাত্রীর ছবি দিয়ে একটি ফটোকার্ড ভাইরাল হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন