চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি এই মেলার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোহাম্মদ ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
দুই পর্বের মেলার প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, রেইন স্ট্রমিং প্রদর্শন ও বিচারকাজ সম্পন্ন হয়।দ্বিতীয় পর্বে রোবো সকার, আইডিয়া প্রেজেন্টেশন, ইন্সট্যান্ট কুইজ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্ভাবনার প্রেক্ষিতে সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলোজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপ উপাচার্য ড. নওশাদ আমিন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
মেলার আহ্বায়ক অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি বলেন, স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। স্কুল পর্যায় থেকেই বিজ্ঞান শেখানোর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া স্কুল পর্যায়ের ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন গড়াটাই আমাদের মূল উদ্দেশ্য ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সভাপতি মিনহাজুর রহমান শিহাব চলমান নিউইয়র্ককে জানান, সিইউএসএস’র উদ্যোগে ৩য় বারের মতো আয়োজন করছি এই কার্নিভাল। আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি, আশা করছি ভবিষ্যৎ দিনগুলোতে আমাদের এই উদ্যোগ অব্যহত রাখব। কারণ এই আয়োজনের মাধ্যমে স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধনের মাধ্যমে জ্ঞানের বিনিময় ঘটে। আর এর মাধ্যমে যাতে ক্ষুদে বিজ্ঞানী বা উদ্যেক্তারা আরো বেশি উৎসাহিত হয় ও বিজ্ঞান চর্চায় অবদান রাখতে পারে সেজন্য আমাদের এই পথচলা।
উল্লেখ্য, বিজ্ঞানমনস্ক জাতি গড়ার লক্ষে প্রতিষ্ঠিত ক্লাবটির আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রায় সারা বাংলাদেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩৩ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া ১৪ ও ১৫ জুন বায়োজিন কসমেসিউটিক্যালসের সহযোগীতায় বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি স্কিন অ্যানালাইসিসের উদ্যোগ গ্রহণ করা হয়।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন