বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে বন্ধ শাটলের পরিবর্তে চলবে ছয়টি বাস

সোমবার, ফেব্রুয়ারী ২৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: মাইলেজ জটিলতায় গত মাসের শেষের দিকে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চালুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে ছয়টি বাস সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ শিডিউলে চবি শাটল ট্রেন চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া রোববার বেলা দেড়টার দিকে বাস চালুর ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর বলেন, ‘ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ছয়টি বাস চালু করা হচ্ছে।  আজকে থেকেই বাস চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ও দুপুর আড়াইটায় দুইটি করে বাস বটতলী রেলস্টেশন এলাকা থেকে দুই নম্বর গেট হয়ে বিশ্ববিদ্যালয়ে আসবে। সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় থেকে দুইটি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। উনারা বারবার আশ্বস্ত করার পরেও শাটল চালু করেননি। আমরা চেষ্টা করছি পুণরায় শাটল চালু করার। যতদিন শাটল চালু হবে না ততদিন বিকল্প হিসেবে আমরা বাস সার্ভিস চালুর ব্যবস্থা করছি।’

এর আগে মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি লোকোমাস্টাররা কর্মবিরতিতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে গত ২২ ফেব্রুয়ারি ক্যাম্পাস খুলে দেওয়া হলেও চবির তিন জোড়া শাটল ট্রেন এখনও চালু হয়নি। এছাড়া অনিবার্য কারণে গত নভেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে চবির ডেমু ট্রেন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন চবির হাজারও শিক্ষার্থী।  

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন