রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে মিরসরাইয়ের ছাত্র- শিক্ষকের মিলনমেলা

বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩

প্রিন্ট করুন

নাসরিন সুলতানা হিরা: মীরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া মিরসরাইয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সংগঠনটি চড়ুইভাতি, ছাত্র-শিক্ষক মিলনমেলা এবং নবীন পরিচিতি সভার আয়োজন করেছে। যে আয়োজন ছিলো মনোমুগ্ধকর।

গত সোমবার শীতের রৌদ্রজ্জ্বল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটিনিক্যাল গার্ডেনে ছাত্র শিক্ষক সবার অংশগ্রহণে আনন্দঘন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয়, সবাই একত্রিত হয়ে যেন তেমনি উৎসাহে মেতেছিলো।

আলোচনা অনুষ্ঠানে শিক্ষকরা তুলে ধরেছেন, তাদের ছাত্রজীবনের নানা  হাস্যরসাত্মক স্মৃতি, সে সাথে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে সকল কাজ করার পরামর্শ দেন। আলোচনার সভার পরে মীরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এর পরে চলে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। আর খাওয়া দাওয়ার পর্বের পরেই শুরু হয় মেয়েদের বালিশ খেলা, ছেলেদের মোরগ লড়াই। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে  ছিল কবিতা এবং নাচ। এতে মিরসরাই উপজেলাকে ঘিরে ছিল কুইজেরও আয়োজন। তাছাড়াও আরেকটি চমকপ্রদ বিষয় ছিল রাফেল ড্র। লটারিতে সেরা ২০ টি বিজয়ী পুরস্কারের ব্যবস্থা ছিল।

এই আয়োজনে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসব মো. হেলাল উদ্দীন নিজামী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ সহিদ উল্যাহ, জৈব রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো.  ‍মুনিরুল ইসলাম, বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন, সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসসহ বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাসহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবন্দে।

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সদস্য, তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন