হাটহাজারী, চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি স্টাডিজ বিভাগের প্রফেসর ও সিনিয়র ফুলব্রাইট স্পেশালিস্ট ক্রিস্টিন ফেয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব হয়।
এ সময় চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, চবি ছাত্র -ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ মামুন, চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর মোহাম্মদ খাইরুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর সুজিত কুমার দত্ত, চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া উপস্থিত ছিলেন ।
বলে রাখা ভাল, ‘ক্রিস্টিন ফেয়ার কিছু দিন চবিতে অবস্থান করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থিদের দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক পাঠদান, গবেষণা পদ্ধতি, ওয়ার্কশপ ও সেমিনারে যোগ দেবেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন