শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে রাতের মারামারি, প্রতিপক্ষকে গায়েলের টেকনিক ‘টর্চলাইট’

বুধবার, মার্চ ৯, ২০২২

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: থেমে থেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসির পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে ক্যাম্পাসে। সন্ধ্যায় একদফা সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতে রাতের শাটল ক্যাম্পাসে পৌঁছার পর পুনরায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে বিজয় পক্ষের নেতা-কর্মীরা শাহ আমানত হলের দিকে ইট পাটকেল ছোড়ে। অপরদিকে শাহ আমানত হল থেকে সিএফসি পক্ষের নেতা-কর্মীরা অগ্রসর হলে চোখে টর্চলাইট মেরে প্রতিপক্ষকে গায়েলের চেষ্টা করে বিজয় গ্রুপ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের একজনের গায়ে হাত তোলা নিয়ে সিএফসি গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই ঘটনার জের ধরে সোহরাওয়ার্দী এবং শাহ আমানত হলে দুই গ্রুপের কর্মীরা অবস্থান নেন। এ সময় রাস্তায় ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পরে রাতে আবার দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে বর্তমান সভাপতি রেজাউল হক রুবেল পদ নিয়ে বসে আছে। সভাপতি হয়ে সে যতরকম অপকর্মে লিপ্ত আছে সব আমাদের জানা আছে। অথচ পূর্ণাঙ্গ কমিটির দাবিতে আন্দোলন করলেও নানা ধরনের টালবাহানা শুরু করে। ইদানীং সে এবং তার ছেলেরা কমিটি না দিতেই এসব উস্কানী দিচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে বিকেলে। এর কারণে তারা হলের সামনে অবস্থান নিলে প্রক্টরিয়াল বডি এবং পুলিশ গিয়ে তাদেরকে হলে ঢুকিয়ে দেই। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন