চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত হাটহাজারীর শিক্ষার্থীদের সংগঠন হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস্ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জুনাইদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের মোহাম্মদ একরামুল হক নির্বাচিত হয় ।
এছাড়া পরিবহণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের মো. তারেক।
বৃহস্পতিবার (১০ মার্চ ) চবির কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক কাউন্সিলে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
আবু হানিফের সঞ্চলনায় এবং মিনহাজুল আবেদীন আলবির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টরবৃন্দ চবি শিক্ষক ড. মঈনুল ইসলাম , ড. মো. মোরশেদুল আলম , ফারজানা ইয়াসমিন।
এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস্ ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাশেদ চৌধুরী ,আলাউদ্দিন শিকদার রুবেল , কামাল সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের সাবেক সভাপতি মাসুদ আলম রানা, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল আলম।
রাকিব/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন