সিএন প্রতিবেদন: চট্টগ্রামের পাঁচটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করা হয়েছে রাজশাহীর পাঁচটি কলেজ।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
অধিভুক্ত পাঁচ কলেজ হলো:
১. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
২. হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, চট্টগ্রাম
৩. স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম
৪. সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
৫. সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন