নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসার সমিতির সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন রশিদুল হায়দার জাবেদ। এছাড়া সাধারণ সম্পাদক পদেও ফের নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হামিদ হাসান নোমানী। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অফিসার সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল মোহসীন চৌধুরী।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মীনা পারভীন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর ইকবাল, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাংগঠনিক, দফতর ও প্রচার সম্পাদক কাজী মোহাম্মদ হারুন, সমাজ কল্যাণ-আপ্যায়ন ও সাংস্কৃতিক মোহাম্মদ আশরাফুল মওলা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আবুল মনছুর, আব্দুর রহিম, রাশেদ বিন আমীন চৌধুরী ও রাশেদ উদ্দিন রায়হান নির্বাচিত হয়েছেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন