চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মিসবাহুল তুহিন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকভীর আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সানি।
শুক্রবার (৫ এপ্রিল) চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বিজয় স্মরণী কলেজ অডিটোরিয়ামে এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল, বিদায় ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। পরে বিদায়ী কার্যনির্বাহী কমিটি নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. আজম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক মো. রহিম, ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন টিটু, ব্যাংক কর্মকর্তা ফোরকান উদ্দিন, ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক, ব্যাংক কর্মকর্তা মিজান উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নুরুদ্দীন, টিচ ফর বাংলাদেশের সাবেক ফেলো আরিফ হোসেন সুজন, বেসরকারি কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক মিসবাহ উদ্দিন আরমান, শিক্ষক শাহেদ নুর, শিক্ষক জেসমিন আক্তার, শিক্ষক শাহীন আক্তার, বিদায়ী কমিটির নেতৃবৃন্দসহ আরও অনেকে।
কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে কাজী সৌরভ আহমেদ। সহ-সভাপতি পদে ফাহমিদা ও মেহেরুন নেসা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরিফুল হাসান।
রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক পদে রায়হান উদ্দিন রাজু, অর্থ সম্পাদক পদে মো. সাকিব, দপ্তর সম্পাদক পদে কানিজ ফাতেমা তাসমিয়া , প্রচার সম্পাদক পদে তারিকুল ইসলাম তারেক, পরিবহন সম্পাদক পদে আরেফিন তামিম নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রামের সীতাকুণ্ডের তিনটি ইউনিয়নের (সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি ছাত্র সংগঠন। এর প্রতিষ্ঠাকাল ১৯৯৫ সাল। প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক, সাংস্কৃতিক ও চবিতে ভর্তিচ্ছুদের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন