নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন কলা ভবনের নামকরণসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম। আর এই বিষয়টি ইতিবাচক বিবেচনায় নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও আরবি বিভাগের সভাপতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তিনি এই আবেদন করেন ।
তিন দফা দাবি হলো- নবনির্মিত কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের নামে নামকরণ, নতুন কলা ভবনের সাথে পুরাতন কলা ভবনের মধ্যে সংযোগ সেতু স্থাপন ও পুরাতন কলা ভবনে লিফট স্থাপন।
এ বিষয়ে অধ্যাপক ড. এস এম রফিকুল আলম মহানগর নিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য অসাধারণ অবদান রেখে গেছেন। উপাচার্যের দ্বায়িত্ব পালনকালেই তিনি মারা যান। তাই আমি নতুন কলা ভবনের নাম অধ্যাপক ড. আবু ইউসুফের নামে হওয়াটাকেই উপযুক্ত মনে করছি।
তিনি আরও বলেন, পুরাতন কলা ভবন যেহেতু একাডেমিক কার্যক্রম চলবে তাই নতুন কলা ভবন ও পুরাতন কলা ভবনের মাঝে সংযোগ সেতু স্থাপনের দাবি জানিয়েছি। আর এর নামকরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নামে নাম করার প্রস্তাব করেছি। এছাড়া পুরাতন কলা ভবনের সিড়ির ধাপগুলো উচু হওয়ার কারণে বয়স্ক ও অসুস্থ ছাত্র শিক্ষকদের সিড়ি বেয়ে উঠতে কষ্ট হয়। তাই পুরাতন কলা ভবনে সিড়ি স্থাপনের অনুরোধ করছি।
এ বিষয়ে জানতে চাইলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম একটা ভালো আবেদন করেছেন। নতুন কলা ভবনের নাম সাবেক উপাচার্য আবু ইউসুফ স্যারের নামে নামকরণ করতে বলেছেন। বিশ্ববিদ্যালয়ের জন্য আবু ইউসুফ স্যারের অনেক অবদান আছে। আমি আবেদনটা উপাচার্য বরাবর প্রেরণ করেছি।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন