নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলমান পরীক্ষা সশরীরে হবে। খোলা থাকবে আবাসিক হল। এছাড়া স্বাভাবিক শিডিউলে চলবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, “আমাদের ক্লাস অনলাইনে চলবে। তবে যা পরীক্ষা চলমান এবং যেসবের রুটিন হয়ে গেছে তা সশরীরে স্বাস্থ্যবিধি মেনে হবে।”
তিনি আরও বলেন, “যেসব বিভাগের পরীক্ষার তারিখ এখনও হয়নি, সেসব বিভাগের পরীক্ষা ৬ ফেব্রুয়ারির পরে নির্ধারণ করতে বিভাগসমূহকে বলা হবে।”
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন